
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকারি নানা বিধি নিষেধের কারণে ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নারিকেলতলা দেশি-বিদেশি যুব কল্যাণ পরিষদ নামে একটি সামাজিক সংগঠন এ খাদ্য সামগ্রী বিতরণ করে। খাদ্যসামগ্রী বিতরণকালে সংগঠনের সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিদের্শনা দিয়েছেন তা মেনে চলার অনুরোধ জানান।
এদিকে, জনসাধারণকে সচেতন করার জন্য নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান সংগঠনের সদস্যরা।