নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে পাটওয়ারী পোল্ট্রি ফিড নামে একটি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক আকবর হোসেন পাটওয়ারীর ।
স্থানীয় জনসাধারণ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এ প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় যথানিয়মে দোকান বন্ধ করে আকবর হোসেন পাটওয়ারী বাড়ি চলে যায়। রাত ১১ টার সময় দোকানটিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ অগ্নিকন্ডের সুত্রপাত হয়েছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলী আকবর পাটওয়ারী এ প্রতিনিধিকে জানান, ভয়াবহ এ অগ্নিকান্ডে তার ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।