অনলাইন ডেস্ক
আজ সেই ভয়াল ২৯ এপ্রিল, ১৯৯১ সালে এ দিনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ভয়াবহ সামুদ্রিক ঝড়। সরকারি হিসাবে এ ঘূর্ণিঝড়ে প্রাণ হারান এক লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ।
তবে বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরো বেশি বলে জানা যায়।
২৯ এপ্রিল, ১৯৯১-এর সেই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ থেকে ২৩৫ কিলোমিটার পর্যন্ত। এ ঝড়ের ফলে প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা প্লাবিত করে। সেদিনের দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়ান বেঁচে যাওয়া অনেকে।
মানুষ ছাড়াও সেদিনের তাণ্ডবে মারা পড়ে লাখ লাখ গবাদি পশু। নষ্ট হয় বিস্তীর্ণ ফসলি জমি। ধ্বংস হয় বিপুল সংখ্যক স্থাপনা। ধ্বংসস্তূপে পরিণত হয় আক্রান্ত অঞ্চল।
দেশের ১৩টি জেলার ৭৪টি উপজেলার দেড় কোটি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়।