
বিশেষ প্রতিনিধি :
‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
এরই ধারাবাহিকতায় এবার হতদরিদ্র এক কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়ার চরে কৃষক মনির হোসেনের জমি থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগের নেতৃত্বে প্রায় ২৫ জন ছাত্রলীগের নেতাকর্মী ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দেন।

স্থানীয় কৃষকরা জানান, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। এ সময় সাহায্য করতে আসে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের একদল নেতা-কর্মী। ধান কাটা থেকে শুরু করে ঘরে আনা পর্যন্ত সব করে দিয়েছে তারা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের আহ্বানে চাঁদপুর জেলা ছাত্রলীগের অনুপ্রেরণায় অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় দারিদ্র কৃষকের পাকা ধান বিনা পারিশ্রমিকে কেটে দেয়া হয়।

ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগের নেতৃত্বে কৃষকের ধানকেটে বাড়ি পৌঁছে দেয়ার কাজে সহযোগীতায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, সহ-সভাপতি সোহেল দেওয়ান, হাফিজ আহমেদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফিন শুভ্র, খায়রুল বাসার, আরিফ হোসেন, আফসার উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম ইফতি, ছাত্রলীগের মাহমুদুল হাসান সম্রাট, সিয়াম, সুমন তানজিল, রাহিম, শুভ্র তানভীর ও জুয়েল।
