
শিমুল হাছান :
করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকারি নানা বিধি নিষেধাজ্ঞার কারণে উপজেলার কর্মহীন হয়ে পড়া প্রায় ৩ শতাধিক অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদের সদস্য ও ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন।
সাম্প্রতিক সময়ে তিনি পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ সহ বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
খাদ্য বিতরণের বিষয়ে সাইফুল ইসলাম রিপন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব পালন ও ঘরে থাকার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন তা মেনে চলার অনুরোধ জানান।