
বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে আবারও করোনার উপসর্গ নিয়ে এক তরুণীর মৃত্যু । এ নিয়ে ৪জনের মৃত্যুর খবর পাওয়া গেল। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম মৃত তরুণীর নমুনা সংগ্রহ করেছে। নিহত ওই তরুণী পৌর ৩নং ওয়ার্ড ধেররা পাটোয়ারী বাড়ির ফারুক পাটোয়ারীর স্ত্রী লিপি আক্তার (২০)।
তিনি গত ৪/৫ দিন দরে জ্বর, পাতলা পায়খানা ও গলা ব্যথায় ভুগছিলেন। ৩ মে সকালে তার জ্বর, পাতলা পায়খানা ও বমি হয়। পরে ৫ মে সকাল হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। রাত সাড়ে ৮টার সময় তার মৃত্যু হয় হাসপাতালে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, মুত্যুর ঘটনা শুনেছি। স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির পরিবারের ইচ্ছা অনুযায়ী মুসলিম শরিয়াহ অনুযায়ী তার দাফন-কাফনের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে চাঁদপুরের সিভিল সার্জন, ইসলামিক ফাউন্ডেশন ও দাফনের জন্য প্রস্তুতি টিমের প্রধান হযরত মাওলানা যোবায়ের আহমেদকে খবর দেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ওই টিম মৃত ব্যক্তির জানাযা ও দাফন সম্পাদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এই কর্মকর্তা আরো বলেন, করোনা উপসর্গ নিয়ে যে কোন লোক মৃত্যুবরণ করলে সাথে সাথে থানা প্রশাসনকে জানালে আমরা স্বাস্থ্যবিধি মেনে জানাযা ও দাফনের ব্যবস্থা করবো।