
নিজস্ব প্রতিবেদক
দৈনিক সময়ের আলো পত্রিকার আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপু করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। (ইন্না…রাজিউন)।
তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার শিফট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
০৬ মে বুধবার ভোরে বনশ্রীর নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫০ বছর।
মাহমুদুল হাকিম অপুর পারিবারিক সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে জ্বর ও কাঁশির উপসর্গ নিয়ে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। দুই-তিনদিন পূর্বে তার অবস্থার উন্নতি ঘটে। আজ বুধবার ভোরে সাহরির জন্য ডাকতে গিয়ে তাকে মৃত অবস্থায় পান পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসায়ই ছিলেন।
এর আগে, গত ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
হাবিবুর রহমান বলেন, ‘আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর আরো পাঁচজনের করোনা পজিটিভ এসেছে। এ ছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।