
মালয়েশিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন:
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে মালয়েশিয়ায় চলমান নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) কড়াকড়িভাবে ঘোষণা থাকলেও এবার শিথিলভাবে চলবে লকডাউন শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার( সি এম সি ও) আরও চার সপ্তাহের জন্য (১৩ মে- ৯ ই জুন) বাড়ানো হয়েছে ।
আজ রবিবার দেশবাসীর উদ্দেশে দেওয়া বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এই ঘোষণা দেন।
এ নিয়ে চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে ঘোষণা অনুযায়ী আগামী ১২ই মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চলমান করোনা ভাইরাস এর পরিস্থিতি স্বাভাবিক না আসায় সরকার এই আদেশটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে তবে এর মধ্যে নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানা পুনরায় সচল রাখার আহ্বান জানানো হয়েছে, অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া ( এসওপি) মেনে চলতে হবে।
দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭, এই নিয়ে আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৬৬৫৬ জন। সুস্থতার সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো নতুন ৯৬জন। সর্বমোট সুস্থ হয়েছে ৫০২৫জন। সর্বমোট মৃত্যুবরণ করেছে ১০৮জন। বাংলাদেশি আক্রান্ত সংখ্যা ৮১জন। এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আক্রান্ত কারীর মধ্যে কোন বাংলাদেশীর মৃত্যু হয়নি।