
করোনা আক্রান্ত নিয়ে সরকার যে তথ্য দিচ্ছে, এর বাইরে আরও অনেক আক্রান্ত মানুষ রয়েছে মনে করেন দেশের চিকিৎসা গবেষকরা। কোনো উপসর্গ ছাড়াই অনেকের করোনা পজিটিভ হচ্ছে। তাঁরা স্বাভাবিক জীবন যাপন করছেন এবং তাঁদের কাছ থেকে অন্যরা সংক্রমিত হচ্ছে। এটা উদ্বেগের কারণ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
যত দিন যাচ্ছে করোনা ভাইরাস তাঁর আচরণ পরিবর্তন করছে। চিকিৎসা গবেষকরা বলছেন, কেনো ধরনের উপসর্গ ছাড়াই একজন মানুষ করোনা পজিটিভ হতে পারে। এর কোনো বৈজ্ঞানকি কারন তাঁরা বলতে না পারলেও এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা অনেকটা স্পষ্ট হলো এই চিকিৎসা বিজ্ঞানীর কথায়।
মৃত্যুর আগে টেস্টে করোনা নেগেটিভ ছিলো। সাধারণ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর করোনা পজিটিভ হয়েছে এমন ঘটনাও ঘটছে। এই চিকিৎসা বিজ্ঞানী জানালেন নিজের পরিবারের এমন অভিজ্ঞতার কথা।
চিকিৎসকরা জানালেন, যারা রোগীর সংস্পর্শে থেকে ফ্রন্ট লাইনে কাজ করেন তাঁদেরকে টেষ্ট করাতে হবে নির্দিষ্ট সময় পর।
করোনা ভাইরাস নিয়ে মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই, তাই নবীণ করোনা ভাইরাসকে মোকাবেলা করতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা খুব জরুরি, বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা।