
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফরিদগঞ্জের কৃতি সন্তান, ঢাকা ট্যাক্সেসবার এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্বাস উদ্দিন।
সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা বার্তায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন বলেন, সারা বাংলাদেশের সকল আইনজীবী ভাই ও বোনেরা আমার সালাম এবং শুভেচ্ছা নিবেন। সবাইকে ঈদ মোবারক। মহামারি করোনাভাইরাসের মধ্যেও আমরা মাসব্যাপি সিয়াম পালন করেছি এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
আসুন আমরা সবাই আমাদের অতীতের ভেদাভেদ ভুলে যাই এবং ঈদ আনন্দকে ভাগাভাগি করে উপভোগ করি। আল্লাহ্ যেন আমাদেরকে মাফ করে দেন এবং দীর্ঘায়ু দান করেন। আমার সকল আইনজীবী ভাই ও বোনেরা পরিবারের সদস্যদেরকে নিয়ে সুখে ও শান্তিতে থাকেন এইটাই আমার কামনা মহান সৃষ্টিকর্তার কাছে। সেইফ এবং ঘরে থাকুন, সুস্থ থাকুন।
আবারো আমার প্রাণপ্রিয় ফরিদগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণ সগ সমগ্র দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।