
নিজস্ব প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক আবুল হাসনাত হাসেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, সাবেক ছাত্রনেতা সাংবাদিক আবুল হাসনাত হাসেমের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমের পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা।
তিনি আরো বলেন, ফরিদগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে দুঃসময়ের কান্ডারি ছিলেন আবুল হাসনাত। রাজপথে তিনি ছিলেন একজন অগ্রগামী সৈনিক। মানুষের বিপদে-আপদে এবং সামাজিক নানা কর্মকান্ডে অংশগ্রহণ সহ তার লেখনী আমাদের সমাজকে এগিয়ে নিয়েছে। ফরিদগঞ্জের রাজনীতি তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আমি মনে করি।
উল্লেখ্য, সাংবাদিক আবুল হাসনাত হাসেম প্রেসক্লাব ফরিদগঞ্জের দপ্তর সম্পাদক ও দৈনিক চাঁদপুর জমিন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন।