
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ২ হাজার ৯১১ জন। সবমিলে করোনা শনাক্ত ৫০ হাজার ছাড়িয়েছে।
আর গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৭ জন। সবমিলে মারা গেছেন ৭০৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন।এ নিয়ে সর্বমোট ১১ হাজার ১২০ জন সুস্থ হয়েছেন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ মঙ্গলবার এমন তথ্য জানানো হয়।সবমিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জনের।
ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৪ জনের জনের করোনা পরীক্ষা করা হয়।গতকাল ১১ হাজার ৪৩৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭টি নমুনা।