
নিজস্ব প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারন সম্পাদক ডা. মো. শহিদ উল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আ’লীগ নেতা ডা. মো. শহিদ উল্লার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ।
তিনি আরো বলেন, ফরিদগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে দুঃসময়ের কান্ডারি ছিলেন ডা. মো. শহিদ উল্লা। বিপদে-আপদে এবং সামাজিক নানা কর্মকান্ডে অগ্রভাগেই থাকতেন। ফরিদগঞ্জের রাজনীতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ডা. মো. শহিদ উল্লা ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারন সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন।