
নিজস্ব প্রতিনিধি:
ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোতাহার হোসেন রতন এর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক মেয়র মাহফুজুল হক।
তিনি গত শুক্রবার হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করায় প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এক বার্তায় মেয়র মাহফুজুল হক বলেন, ছাত্রলীগ থেকে শুরু করে ফরিদগঞ্জ আ’লীগের দুর্দিনে অগ্রভাগে থেকে দলকে সু- সংগঠিত করতে সব কাজ করছিলেন। শুক্রবার মোতাহার হোসেন রতন বুকের ব্যাথা ও বিভিন্ন অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বর্তমানে হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণ রয়েছে। তাঁর শারীরিক সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।