
নিজস্ব প্রতিনিধি :
ফরিদগঞ্জে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হচ্ছেন ফরিদগঞ্জ সোনালী ব্যাংক কর্মকর্তা ফজলে রাব্বি (২৯), পৌর এলাকার পশ্চিম বড়ারী গ্রামের নিবাশ মজুমদার (৬৫), ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামের আব্দুল বাতেন (৬৫), ৬নং গুপ্টি ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের আব্দুর রব (৮০), ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের চরপাড়া গ্রামের মো:রফিক (৫০) ও ১৫নং রুপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের রাবেয়া বেগম (৫২)।
শনিবার (২৭ জুন ২০২০ খ্রি.) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র ডেইলি ফরিদগঞ্জকে এ তথ্য নিশ্চিত করে। এদিকে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ২৪ টি রিপোর্টের মধ্যে ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
এ নিয়ে ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, ফরিদগঞ্জে বৃহস্পতিবারন রাত ১১ টায় আসা ২৪ রিপোর্টের মধ্যে ৬টি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ৩৬৪ টি রিপোর্টের মধ্যে ৩০৯ জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ৮১ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ জন মারা গেছেন এবং ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ৫৫ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।