
নিজস্ব প্রতিনিধি:
ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর এলাকার একদল যুব সমাজের সমন্বয়ে গঠিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন পথের দাবী’র উদ্যোগে ২০২০ সালের এস এস সি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই (সোমবার) বিকেলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী কামরুল ইসলাম সউদ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহা পরিচালক সাইদুর রহমান রাসেদ পাটওয়ারীর পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক অহিদুর রহমান পাটওয়ারী, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা শিমুল হাছান, মিরপুর এলাকার কৃতি সন্তান এড. মিজানুর রহমান সুজন, তেজগাঁও কলেজ ছাত্রলীগ নেতা শরিফ, ছাত্রলীগ নেতা রিয়াদ,জয়, সংগঠনের সভাপতি রিমন মেহেদী, সাধারন সম্পাদক মহিন উদ্দিন, সদস্য সুমন, জুয়েল, ফরহাদ, সাদ্দাম হোসেন, সিয়াম, আনিস, ওমর, আরমান, শামীম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া আপনি যা কিছুই করেন না কেন, তা সবই বৃথা। কারন প্রকৃত শিক্ষা আপনাকে সঠিক পথে নিয়ে যেতে সহায়তা করবে। আজকের শিক্ষার্থীদের স্বপ্নের মাঝেই আগামী বাংলাদেশের সমৃদ্ধি লুকিয়ে আছে। পথের দাবী সংগঠন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরো বলেন, মাদকের করাল গ্রাসে আমাদের যুব সমাজ বিপদর্যস্ত। তাই মাদকাসক্তদের সামাজিক ভাবে প্রতিহত করতে হবে।
এ সময় তিনি মেধা পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের একাদশ শ্রেনীতে ভর্তি ও পাঠ্য বই প্রদানের আশ্বাস প্রদান করেন।