
নিজস্ব প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ফয়েজ আহাম্মেদ নান্টু পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি হেলাল উদ্দিন আহাম্মেদ।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, ফরিদগঞ্জে আ’লীগের রাজনীতিতে দুর্দিনের কান্ডারী ছিলেন নান্টু পাটওয়ারী। দলের এবং জনগণের প্রয়োজনে তিনি সবসময় নিজেকে অগ্রভাগে রাখতেন। ফরিদগঞ্জে আ’লীগের রাজনীতিতে ফয়েজ আহাম্মেদ নান্টু পাটওয়ারী অভাব অপূরনীয় হয়ে থাকবে।