
নিজস্ব প্রতিনিধি:
২০০৪ সালে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় শাহাদাৎ বরণ কারীদের স্মরণে ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ বাজারস্থ সবুজ মার্কেটে আ’লীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর যুবলীগের সভাপতি আবদুল গাফফার সজিব এর সাভাপতিত্বে, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শিমুল পাটওয়ারীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ও সম্ভব্য মেয়র প্রার্থী খলিলুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীগ নেতা এস এম টেলু মেম্বার, উপজেলা যুবলীগের সদস্য আলাউদ্দিন মিয়াজী, পৌর যুবলীগনেতা আরিফুর রহমান, সুমন, জীবন আরাফাত শরিফ বেপারী, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল হাছান পাটওয়ারী, গাজী আলী নেওয়াজ, নূরে আলম, আল আমিন পাটোয়ারী, রফিকুল ইসলাম জুয়েল, আল-আমিন খান প্রমুখ।
এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন, ফরিদগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদের ইমাম মাও. আব্দুর রহমান।