
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমানের বিশ্বস্ত সহচর পৌরসভার সম্ভাব্য দুই মেয়র প্রার্থী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আকবর হোসেন মনিরের এর সাথে পৌর ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধায় ফরিদগঞ্জ বাজারস্থ ওয়ান ষ্টার চাইনিজ রেষ্টুরেন্টে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫ নং ওয়ার্ড আওয়ালীগের সভাপতি আবুল কালাম হাবিলদারের সভাপতিত্বে, ৭ নং ওয়ার্ড আওয়ালীগের সভাপতি আলী হায়দার টিপু পাঠানের পরিচালনায় বক্তব্য রাখেন, ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মুকবুল আহাম্মেদ, সাধারন সম্পাদক মোস্তফা কামাল সুমন, ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আ. ওহাব, সাধারন সম্পাদক মো. এমরান হোসেন মিয়াজি, ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক মাসুদ ভূঁইয়া, ৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি খালেক মাষ্টার, সাধারন সম্পাদক মো. বিল্লাল হোসেন, ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, সাধারন সম্পাদক হারুনুর রশিদ, ৮ নং ওয়ার্ড আ’লীগের আ. রহিম পাটওয়ারী, ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আ. হান্নান বাবুল পাটওয়ারী, মো.রহিম পাটওয়ারী প্রমূখ।
এ সময় মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন ও আকবর হোসেন মনির বলেন, আমরা পরিচ্ছন্ন রাজনীতির মধ্যদিয়ে আধুনিক ফরিদগঞ্জ গঠন করতে চাই, আমাদের মধ্যে কোন বিবেধ নেই, তবে প্রতিযোগিতা রয়েছে। আমাদের অভিভাবক এড. জাহিদুল ইসলাম রোমান ভাই যাকে নির্দেশ দিবে আমরা সকলে তার হয়ে কাজ করবো।