
নিজস্ব প্রতিনিধি:
ফরিদগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে মানুষের ভালোবাসায় সিক্ত হতে প্রতিনিয়ত গন সংযোগ করে যাচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের আস্থাভাজন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং তরুন সমাজ সেবক আকবর হোসেন মনির।
১৩ সেপ্টেম্বর (রবিবার) সকাল থেকে ফরিদগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক জনসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে তিনি বলেন, রাজনীতির মূল শিক্ষা হলো মানুষের কল্যাণে কাজ করা। যা আমি আমার পরিবার ও আমার অভিভাবক রোমান ভাইয়ের কাছ থেকে পেয়েছি। ইতিপূর্বে আমি কোনো জনপ্রতিনিধির দায়িত্বে ছিলাম না। কিন্তু না থেকেও বিগত দিনগুলো থেকে আজ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে এসেছি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে রোড ম্যাপ, সেই স্থানে এসে আমাদের ফরিদগঞ্জ পৌরসভার অবস্থান বলতে গেলে তথৈবচ। অবহেলিত এই পৌরসভার উন্নয়ন, পৌরবাসীকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়া এবং পর্যাপ্ত নাগরিক সেবার দানের লক্ষ্যেই আমার প্রার্থী হওয়া। দল আমাকে সঠিক মূল্যায়ন করবে, আমি বিশ্বাস করি।