
নিজস্ব প্রতিনিধি:
দৈনিক চাঁদপুর দর্পণ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক-প্রকাশ, চাঁদপুর প্রেসক্লাব এর সভাপতি, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার, জাগো নিউজ এর জেলা প্রতিনিধি সাংবাদিক মরহুম ইকরাম চৌধুরীর রূহের মাগফিরাত কামনায় ফরিদগঞ্জ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার আসর এর নামাজ এর পর মিলাদ ও দোয়া পরিচলানা করেন মসজিদের পেশ ইমাম হাবিবুর রহমান। এ সময়ে মুসল্লিগণসহ মিলাদে অংশ গ্রহণ করেন প্রেসক্লাব ফরিদগঞ্জ এর সভাপতি এমকে মানিক পাঠান, ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি কামরুজ্জামান, প্রেসক্লাব এর সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বর্তমান সহ-সভাপতি জাকির হোসেন সাঈদ পাটওয়ারি, সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, সাংগঠনিক সম্পাদক মো. শিমুল হাছান ও যুগ্ম সাধারন সম্পাদক এস.এম. ইকবাল প্রমুখ।
মিলাদ মাহফিলে চাঁদপুর দর্পণ এর ফরিদগঞ্জ উপজেলার অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত মুসল্লিগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন দৈনিক চাঁদপুর দর্পণ এর ফরিদগঞ্জ সংবাদদাতা গাজী মমিন।