
নিজস্ব প্রতিনিদি:
চাঁদপুর শহরের পালবাজারে মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১২ অক্টোবর,সোমবার আনুমানিক ভোর সাড়ে ৫ টার সময় বাজারের সামনের দিকে সাঈদ স্টোর নামের মুদি দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়। এতে করে অল্পের জন্য পুরো বাজারের কয়েকশ’ ব্যবসাপ্রতিষ্ঠান অল্পের জন্যে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
বাজার ব্যবসায়ীরা জানান, সোমবার ভোরে বাজারে মোঃ আবু সাঈদ এর মালিকানাধীন সাঈদ স্টোর নামক মুদি দোকানে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়। বাজার ব্যবসায়ীরা প্রথমে আগুনের ধোঁয়া দেখতে পায়। সাথে সাথে তারা ফায়ারসার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ওই ব্যবসায়ীর অনেক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
চাঁদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ধারণা কনা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে।