
নিজস্ব প্রতিনিধি:
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের স্নেহধন্য মেয়র প্রার্থী আকবর হোসেন মনির।
সোমবার ২৩ নভেম্বর বিকেলে ফরিদগঞ্জ বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, আবু সাইদ, লুৎফর রহমান, ইব্রাহীম সর্দার, ১ নং ওয়ার্ড আ”লীগের সাধারন সম্পদক মোস্তফা কামাল সুমন,৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন, আওয়ামীগ নেতা আবদুস ছাত্তার বেপারী, ওয়াহিদুর রহমান বেপারী, বাচ্চু মিয়া, যুবলীগ নেতা আরিফ বেপারী, জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মো. রেদোয়ান, মোহাম্মদ হোসেন মুন্নাসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।