
নিজস্ব প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের আস্থাভাজন ১৫ নং রুপসা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সুমনের উদ্যোগে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর সোমবার বিকেলে রুপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উক্ত বিশাল মোটর সাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জহির হোসেন, সোহেল আহমেদ, শফিকুর রহমান, আনোয়ার হোসেন, খোরশেদ আলম, লিটন, আব্দুল মমিন, ১ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আমিন, ২ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী, ৩ নং ওয়ার্ডের আ’লীগের সহ-সভাপতি সুমন হোসেন, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, ৪ নং আ’লীগের ওয়ার্ডের সভাপতি শফিকুর রহমান, ৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুছ, ৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক ছলেমানসহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।