
নিজস্ব প্রতিবেদক :
অবশেষে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছে সংগঠনের কেন্দ্রিয় কমিটি। শুক্রবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন মোল্লা। কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়কআব্দুল মতিন। এছাড়া কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টুকে।
এদিকে একই পত্রে মো. ইমাম হোসেনকে আহ্বায়ক ও আমিন মিঝিকে সদস্য সচিব করে ফরিদগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
