
চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ নৌকার প্রচারনায় অংশগ্রহন অব্যাহত রেখেছে। ৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আবুল খায়ের পাটোওয়ারীর বাড়িতে সৌজন্য স্বাক্ষাত শেষে বিভিন্ন ওয়ার্ডে নৌকার জন্য ভোট চান নেতৃবৃন্দ।
পরের দিন শনিবার জেলার শাহরাস্তি পৌরসভার নির্বাচনে নৌকার প্রচার প্রচারণায় অংশগ্রহন করবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এর আগে গত ৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ প্রচার প্রচারণায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এড. মোহাম্দ আলী মজুমদার, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বাবু, সহ-সভাপতি আ. কাদের মোল্লা, আহসান হাবীব নেভি, খোকন আখন্দ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শহীদ, মহিলা বিষয়ক সম্পাদক রিনা নাসরিন, কাবিলা ইসলাম ও মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।