
গাজী মমিন, ফরিদগঞ্জ:
করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
সোমবার (৮মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী জিএস তসলিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যার মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি আব্দুস ছোবহান লিটন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেতৃবৃন্দ।