
নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম জয়ের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বলেন, সাংবাদিক জহিরুল ইসলাম জয়ের পিতার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।
জানা যায়, জহিরুল ইসলাম জয়ের পিতা সুলতান মাহমুদ (৬০) দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হৃদক্রিয়া বন্ধ হয়ে ৭ র্মাচ রবিবার রাত ১টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন। (ইন্নানিল্লাহি…. রাজিউন)।
তিনি ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।