
নিজস্ব প্রতিবেদক:
ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর চৌরাঙ্গা তা’লীমূল কুরআন নূরানী হাফেজি সুন্নি মাদ্রাসার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বার্ষিক ক্রীড়া পহেলা এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা মাঠে উক্ত পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক মো.মিজানুর রহমানের সভাপতিত্বে, সহ-শিক্ষক মো. ইয়াছিনের পরিচালনায় ও সহ-শিক্ষক হারুনুর রশিদ পাটওয়ারীর তত্ত্বাবধানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ নং সুবিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান প্রার্থী এস এম জসিম উদ্দিন আনসারী মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শফিকুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এস এম ইকবাল হোসেন, মো. হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক ইংরেজি মো. হাছান মাহমুদ, মাদ্রাসার হিফয্ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মো. আবদুল আজিজ, সমাজ সেবক শাহ্ আলম বেপারী, আলী হোসেন পাটওয়ারী, আবু ইউছুফ বেপারী, আলী হোসেন বেপারী প্রমূখ।